অপারেশন সিঁদুর-এর পরেই ভক্তসংখ্যা কমল
পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর থেকেই সমাজমাধ্যমে সরব হয়েছেন বলি-তারকারা। ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত সরকারের প্রশংসায় পোস্টও করেছেন তাঁদের অনেকে। আর তার পরই ইনস্টাগ্রামে হাজার থেকে লক্ষাধিক ফলোয়ার্স হারাচ্ছেন আলিয়া ভট্ট, অজয় দেবগণ, সারা আলি খান, কার্তিক আরিয়ানের মতো তারকারা। আলিয়ার প্রোফাইলে প্রায় লক্ষাধিক ফলোয়ার্স কমে গিয়েছে। কার্তিক আরিয়ানের অ্যাকাউন্টেও লক্ষের কাছাকাছি ফলোয়ার্স কমেছে। অন্য দিকে অজয় ও সারার প্রোফাইল থেকে যথাক্রমে প্রায় ২০ হাজার ও ৬০ হাজার ভক্ত বেরিয়ে গিয়েছেন।
জানা যাচ্ছে যে সব ভক্ত আনফলো করছেন, তাঁদের মধ্যে বেশির ভাগ পাকিস্তান-সহ দক্ষিণ এশিয়ার মানুষজন। এর আগে এ ভাবে ভক্তসংখ্যা কমে যেতে দেখা যায়নি তারকাদের। ডিজিটাল মিডিয়া বিশেষজ্ঞরা মনে করছেন, একসঙ্গে এত ভক্ত আনফলো করার মানে তাঁদের প্রতিবাদের প্রতিফলন। ফলে ভবিষ্যতে এই বলি-তারকাদের সঙ্গে ব্র্যান্ড কোল্যাবের ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।