জখম দুই
নিজস্ব সংবাদদাতা
নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক ধাক্কা মারল পথ-বিভাজিকায়। বৃহস্পতিবার গভীর রাতে নিউ আলিপুর থানা এলাকার জেমস লং সরণিতে এই দুর্ঘটনায় জখম হয়েছেন দুই বাইক-আরোহী। তাঁদের নাম সুমন সর্দার এবং জয় হালদার। বাইক চালাচ্ছিলেন সুমন। জয় পিছনে বসে ছিলেন। কারও মাথাতেই হেলমেট ছিল না। সুমন এসএসকেএম হাসপাতালে ভর্তি। জয় একটি নার্সিংহোমে চিকিৎসাধীন।