সাফ ফাইনালে ভারতের যুব দল
নিজস্ব সংবাদদাতা
অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে অপ্রতিরোধ্য ভারত। শুক্রবার অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে মলদ্বীপকে ৩-০ চূর্ণ করে ফাইনালে উঠলেন ড্যানি মিতেইরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলেন রোহেন সিংহরা। ১৪ মিনিটের মধ্যেই ভারতকে এগিয়ে দেন ড্যানি। ২১ মিনিটে ব্যবধান বাড়ান ওমাং ডোডুম। ৬৫ মিনিটে ৩-০ করেন প্রসান জাজো।
শ্রীলঙ্কাকে ৮-০ বিধ্বস্ত করে সাফ চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে জয় ৪-০ গোলে। এ বার জয় ৩-০ গোলে। শুক্রবার অন্য সেমিফাইনালে নেপালকে ২-১ হারিয়েছে বাংলাদেশ। গোল করেন নাজমুল হুদা ও আশিকুর রহমান। নেপালের গোলদাতা
সুজন ডাঙ্গোল