নির্বাচনী বোর্ডে তিন পরিবর্তন
নিজস্ব সংবাদদাতা
মোহনবাগানের নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ ক্রমশ বাড়ছে ময়দানে। নির্বাচনী বোর্ড থেকে বিশ্বব্রত বসু মল্লিক, শৌভিক মিত্র এবং অভিষেক সিনহা পদত্যাগ করেছেন। শুক্রবার কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় পদত্যাগী তিন জনের পরিবর্তে বোর্ডে অন্তর্ভুক্ত করা হল অসীম কুমার মৌলিক, সুকোমল রায় এবং বিশ্বরূপ দে-কে। তবে শুক্রবারের বৈঠকেও সভাপতি স্বপনসাধন (টুটু) বসুর পদত্যাগ নিয়ে কোনও সিদ্ধান্ত হল না।
গত ২৮ এপ্রিল মোহনবাগান সভাপতি ইস্তফা দেওয়ার পরেই জরুরি বৈঠকে বসেছিলেন ক্লাব কর্তারা। তাঁরা জানান, পরবর্তী কর্মসমিতির বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু শুক্রবার সচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘দীর্ঘ আলোচনার পরেও আমরা কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারিনি।’’