ডাম্পারের ধাক্কা, মৃত্যু তরুণের
নিজস্ব সংবাদদাতা
ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক চালক এক তরুণের। বুধবার রাতে, কল্যাণী এক্সপ্রেসওয়েতে। ডাম্পারের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন জয় বিশ্বাস (১৮) নামে ওই তরুণ। দ্রুত তাঁকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রের খবর, নিমতা থানা এলাকার বাসিন্দা জয় বাইক নিয়ে রাস্তা পেরোচ্ছিলেন। সেই সময়ে পিছন থেকে ধাক্কা মারে ডাম্পারটি। পুলিশ গাড়িটি আটক এবং চালককে গ্রেফতার করেছে। ধৃতের নাম অভিজিৎ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যু ঘটানো-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। স্থানীয়দের কথায়, কল্যাণী এক্সপ্রেসওয়ে ও বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সংযুক্তিকরণের কাজ চলায় পণ্যবাহী গাড়ি, ডাম্পারের যাতায়াত বেড়েছে। অভিযোগ, সেগুলি বেপরোয়া ভাবে চলাচল করে ও উঁচু গাড়ি চালানোর ক্ষেত্রে যে সতর্কতা প্রয়োজন, তা মানেন না চালকদের একাংশ। এই বিষয়ে পুলিশের দ্রুত পদক্ষেপ করা প্রয়োজন।