মেয়েকে ‘যৌন হেনস্থা’, ধৃত সৎবাবা
}} বছর তেরোর এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল সৎবাবার বিরুদ্ধে। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি পূর্ব কলকাতার। বুধবার থানায় লিখিত অভিযোগ করে ওই নাবালিকা। সে দিনই বিকেলে তার সৎবাবাকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত আদতে বিহারের বাসিন্দা। তবে বছর দুয়েক ধরে কলকাতায় থাকত। স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে মেয়ের উপরে যৌন নির্যাতন করত অভিযুক্ত। বৃহস্পতিবার তাকে আলিপুরের বিশেষ পকসো আদালতে পেশ করা হলে বিচারক ২ মে পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠান। পুলিশের তরফে নির্যাতিতার গোপন জবানবন্দি এবং মেডিক্যাল পরীক্ষার আবেদন জানানো হয়েছিল। বিচারক তা মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী মাধবী ঘোষ।
অসুস্থ হয়ে মৃত্যু
}} অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবকের। তাঁর নাম আশরফ শেখ (২৭)। বাড়ি মুর্শিদাবাদের ধুলিয়ানে। পুলিশ জানিয়েছে, ঠাকুরপুকুর থানা এলাকার আনন্দনগরে একটি নির্মীয়মাণ বহুতলে রাজমিস্ত্রির কাজ করতেন আশরফ। সেখানেই বুধবার রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। অচৈতন্য অবস্থায় তাঁকে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানতে দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।
আহত বৃদ্ধা
}} মোটরবাইকের ধাক্কায় জখম হলেন এক বৃদ্ধা পথচারী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে তিলজলা থানা এলাকার ইএম বাইপাসে। আহত বৃদ্ধার নাম গীতা বিশ্বাস। তাঁর বাড়ি পঞ্চান্নগ্রামে। বর্তমানে এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। অভিযুক্ত বাইকচালককে আটক করেছে পুলিশ।