খুনের মামলায় ধৃতের পুলিশি হেফাজত
নিজস্ব সংবাদদাতা
এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নেমে খুনের মামলা রুজু করার পাশাপাশি এক জনকে গ্রেফতার করল জোড়াসাঁকো থানার পুলিশ। ধৃতের নাম শাহনওয়াজ ইসলাম। বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক ৪ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রের খবর, রবিবার সকালে জোড়াসাঁকো থানা এলাকার এমজি রোড থেকে মহম্মদ নাসিম (৪০) নামে এক ব্যক্তিকে ফুটপাত থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে কলকাতা
মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। প্রাথমিক ভাবে ওই ব্যক্তি কামারহাটির বাসিন্দা বলে জানতে পারেন তদন্তকারীরা।
সেই সঙ্গে ময়না তদন্তের রিপোর্টে খুনের প্রমাণ মেলে। ওই ব্যক্তির মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করায় মৃত্যু হয়েছে বলে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর
পরেই পুলিশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত শাহনওয়াজকে শনাক্ত করে। এ দিন সকালেই তাকে গ্রেফতার করা হয়। ঘটনায় আরও এক জন জড়িত বলে
প্রাথমিক ভাবে জেনেছে পুলিশ। তাঁর খোঁজ চলছে।