নেশামুক্তি কেন্দ্রে মার, গ্রেফতার
}} হুগলির চণ্ডীতলার বরিজহাটির একটি নেশামুক্তি কেন্দ্রে এক যুবককে মারধরের অভিযোগে সেখানকার মালিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আবির দাস। বাড়ি হাওড়ার বেলুড়ে। বৃহস্পতিবার শ্রীরামপুর আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে ডানকুনির বাসিন্দা দীপককুমার সাউকে ওই নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়। অভিযোগ, চিকিৎসার নামে তাঁকে পাইপ, বাঁশ, লোহার পাত দিয়ে মারা হত। গত মঙ্গলবার দীপকের দাদা অজয় চণ্ডীতলা থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ জানায়, ওই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বেলুড় থেকে আবিরকে ধরা হয়। অজয়ের অভিযোগ, ‘‘চিকিৎসার দোহাই দিয়ে ভাইয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হত না। দু’মাস আগে আমার ফোনে কেন্দ্রের মালিক কিছু ছবি পাঠান। তাতে দেখা যায়, ভাইয়ের শরীরের নানা জায়গায় গভীর ক্ষত। ফোনে বলা হয়, আগুনে পুড়ে গিয়েছে। দু’মাস পরে ভাইকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়। গত শুক্রবার ভাইকে বাড়ি নিয়ে আসি। কেন্দ্রের মালিকের শাস্তি দাবি করছি।’’
ঝুলন্ত দেহ উদ্ধার
}} নিজের বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হাবড়ার আক্রমপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দীপক সরকার (৫০)। পরিজনেরা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরে দীপক স্নায়ুর অসুখে ভুগছিলেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। অন্য একটি ঘটনায়, নিজের বাড়ি থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শম্পা সর্দার (৪১)। বাড়ি মেদিয়া পারুই এলাকায়। বুধবার সন্ধ্যায় তাঁর ঝুলন্ত দেহ মেলে। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
নতুন ডিআরএম
}} শিয়ালদহ ডিভিশনের নতুন রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) হিসাবে দায়িত্ব নিলেন রাজীব সাক্সেনা। তিনি ভারতীয় রেলের ইন্ডিয়ান স্টোর সার্ভিসের ১৯৯৪ সালের আধিকারিক। এর আগে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের যুগ্মসচিব হিসাবে দায়িত্ব সামলানো ছাড়াও ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া এবং ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন রাজীব। তিনি আগের ডিআরএম দীপক নিগমের স্থলাভিষিক্ত হলেন।
নতুন উদ্যোগ
}} সারা দেশে মানসিক স্বাস্থ্য এখন গুরুত্বপূর্ণ বিষয়। সে কথা মাথায় রেখেই এ বার সাধারণ মানুষের জন্য মানসিক সুস্থতার কেন্দ্র চালু করল ই এম বাইপাসের একটি হাসপাতাল। বৃহস্পতিবার সেই রুবি হাসপাতালের ৩০তম বর্ষপূর্তিতে প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, চিকিৎসক কমল কে দত্ত জানান, বিনামূল্যের ওই কেন্দ্রে পরিষেবা পেতে হাসপাতালের অ্যাপে নাম নথিভুক্ত করলেই চলবে। এ দিন থেকে ক্যানসারের চিকিৎসায় উন্নত প্রযুক্তির যন্ত্রের ব্যবহারও শুরু হল সেখানে। এ ছাড়াও শীঘ্রই ওই হাসপাতালে চালু হচ্ছে ডিজিটাল পেট-সিটি স্ক্যান। শহরে প্রথম এমন পরিষেবা মিলবে বলে দাবি করে হাসপাতালের চিফ জেনারেল ম্যানেজার (অপারেশনস) শুভাশিস দত্ত জানান, সাধারণ পেট-সিটি স্ক্যানে অন্তত আধ ঘণ্টা সময় লাগত, এই যন্ত্রে পাঁচ মিনিটের মধ্যে পরীক্ষা করা সম্ভব হবে। বহির্বিভাগে নিখরচায় রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষারও কর্মসূচি নেওয়া হয়েছে। আদ্যাপীঠ আশ্রমের আবাসিক সাড়ে আটশো অনাথ ও দরিদ্র শিশুর বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার দায়িত্বও নিল ওই হাসপাতাল। মেডিক্যাল কলেজ তৈরিরও পরিকল্পনা রয়েছে বলে জানান কমল।
দুর্ঘটনায় জখম ৩
}} পথ দুর্ঘটনায় জখম হলেন এক মোটরবাইক চালক ও তাঁর দুই সঙ্গী। বৃহস্পতিবার গোঘাটের কামারপুকুর কলেজ মোড় এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ জানায়, ওই রাস্তা দিয়ে তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথ নির্মাণের জন্য মাটি নিয়ে যাওয়া হচ্ছে। তার উপরে জল পড়ায় পিছল হয়ে দুর্ঘটনা ঘটে। বাইক আরোহীদের প্রাথমিক চিকিৎসা হয় হাসপাতালে।