বাড়ির তালা ভেঙে চুরি
নিজস্ব সংবাদদাতা
পুলিশকে পিস্তল দেখিয়ে পালাল ডাকাত। বুধবার গভীর রাতে সল্টলেকের জিসি ব্লকের একটি বাড়িতে তালা ভেঙে চুরি হয়। দুষ্কৃতীদের ট্র্যাফিক সিগন্যালে দেখতে পেয়ে দুই সিভিক ভলান্টিয়ার ধাওয়া করেন। অভিযোগ, দুষ্কৃতীরা পিস্তল উঁচিয়ে পালায়। তবে, সেই পিস্তল আসল না নকল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, জিসি ১৮৪ নম্বর বাড়ি থেকে দুষ্কৃতীরা বেরোনোর সময়ে কোনও কারণে একটি টোটোয় থাকা সেন্সর শব্দ করতে থাকে। তাতে আশপাশের লোকজন বেরিয়ে পড়েন। তত ক্ষণে দুষ্কৃতীরা পালিয়েছে। পুলিশ জানায়, ওই বাড়ির মালিক বিদেশে থাকেন। একতলায় একটি অফিস থেকে ২০ লক্ষ টাকা চুরি হয়েছে।