‘ধর্মত্যাগ’ শিক্ষকের
নিজস্ব সংবাদদাতা
বারাসত: কাশ্মীরে জঙ্গি হানার ঘটনায় মর্মাহত হয়ে তিনি ইসলাম ধর্ম ত্যাগ করলেন বলে দাবি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা, স্কুলশিক্ষক তথা সাংবাদিক সাবির হোসেনের। এ সংক্রান্ত তাঁর একটি ফেসবুক পোস্ট বৃহস্পতিবার ‘ভাইরাল’ হয়। বিজ্ঞানের শিক্ষক সাবির বলেন, ‘‘আমি এই হত্যাকাণ্ড মন থেকে মানতে পারছি না। সকল ইসলাম ধর্মাবলম্বীদের এ বিষয়ে প্রতিবাদ করা উচিত। আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম। এ জন্য নিয়মমাফিক আদালতে এখনও হলফনামা জমা করিনি। দু’এক দিনের মধ্যে করব। ধর্মহীন থাকতে চাই।’’