বেতন বিপাকে সাংসদ সাকেত
নয়াদিল্লি, ২৪ এপ্রিল: তৃণমূল সাংসদ সাকেত গোখলের একাংশ বেতন ‘বাজেয়াপ্ত’ করার নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। সাকেতের বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছিলেন প্রাক্তন কূটনীতিবিদ লক্ষ্মী পুরি। গত বছর জুলাইয়ে আদালত সাকেতকে ক্ষমা চাওয়ার পাশাপাশি, ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। অভিযোগ, ওই টাকা এখনও দেননি সাকেত। বিষয়টি ফের আদালতের নজরে আনা হয়। এর পরেই বিচারপতি প্রীতম অরোরার বেঞ্চ নির্দেশ দিয়েছে, প্রতি মাসে সাকেতের বেতনের একাংশ (দুই-তৃতীয়াংশ) বাজেয়াপ্ত করা হবে। যত দিন না পর্যন্ত তা থেকে ক্ষতিপূরণের অর্থ উঠে আসবে, এই প্রক্রিয়া চলবে। উল্লেখ্য, সাকেতের মাসিক বেতন এক লক্ষ ৯০ হাজার টাকা। সংবাদ সংস্থা