পুরসভায় অনাস্থা
নিজস্ব সংবাদদাতা
দলীয় পুরপ্রধানের বিরুদ্ধে বার বার প্রকাশ্যে ক্ষোভ জানাচ্ছিলেন তৃণমূলের পুরপ্রতিনিধিদের একাংশ। এ বার এক কংগ্রেস পুরপ্রতিনিধিকে নিয়ে পুরুলিয়ার রঘুনাথপুরের পুরপ্রধান তরণী বাউরির বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূলের ছ’জন পুরপ্রতিনিধি। বৃহস্পতিবার তাঁরা রঘুনাথপুরের মহকুমাশাসকের দফতরে অনাস্থা প্রস্তাব জমা দেন। যদিও তরণীর দাবি, বিক্ষুব্ধদের তোলা অভিযোগ মিথ্যা। তবে ১৩ সদস্যের ওই পুরসভায় সাত জন পুরপ্রধানের বিপক্ষে যাওয়ায় অস্বস্তিতে
পড়েছে তৃণমূল।