নকল ৫০০-র নোট
}} বাজারে ঢুকছে নকল ৫০০ টাকার নোট। দেখতে অবিকল আসলের মতো। এ ব্যাপারে আর্থিক, নিয়ন্ত্রক ও তদন্তকারী সংস্থা এবং সাধারণ মানুষের উদ্দেশে সতর্কবার্তা জারি করে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এমন নোট হাতে এলে পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছে কেন্দ্র। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পরে এই বার্তার তাৎপর্য বেড়েছে। মন্ত্রক সূত্রের বক্তব্য, নোটগুলির উপরে লেখা রিজ়ার্ভ ব্যাঙ্কের বানানে সামান্য ভুল রয়েছে। কিন্তু সাধারণ মানুষের পক্ষে প্রতিটি নোট পরীক্ষা করে দেখে তা সনাক্ত করা কঠিন।
ঋণের সুদ কমল
}} রিজ়ার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর প্রেক্ষিতে রেপো রেটের উপরে নির্ভরশীল ঋণে সুদের হার কমাল রাষ্ট্রায়ত্ত কানাড়া ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক। বৃহস্পতিবার কানাড়া ব্যাঙ্ক জানিয়েছে, এর ফলে তাদের বাড়ি ও গাড়ির ঋণে সুদ শুরু হচ্ছে যথাক্রমে ৭.৯% এবং ৮.২% থেকে। ইন্ডিয়ান ব্যাঙ্কের গৃহঋণের সুদ ৮.১৫% থেকে কমে হয়েছে ৭.৯%। গাড়ির ঋণের ক্ষেত্রে তা ৮.২৫%।
সংস্থার বিনিয়োগ
}} আমেরিকার কৃত্রিম মেধা (এআই) সংস্থা ডেটাব্রিকস তিন বছরে ভারতে ২১৩৪ কোটি টাকা লগ্নি করবে। প্রায় ৭৫০ জন ভারতীয় কর্মী নিয়োগ করবে তারা। উদ্ভাবনে জোর দিতে এই সিদ্ধান্ত।