ভি-র সুবিধা চায় এয়ারটেল
মাসখানেক আগে ভোডাফোন আইডিয়ার (ভি) প্রায় ৩৭ হাজার কোটি টাকা বকেয়া মকুব করেছিল কেন্দ্র। বদলে সেখানে অংশীদারি ২২.৬% থেকে বাড়িয়ে করেছিল ৪৯%। সূত্রের দাবি, একই রকম সুবিধা দাবি করে টেলিকম বিভাগকে চিঠি লিখেছে এয়ারটেল। বলেছে, স্পেকট্রামের ব্যবহার বাবদ এখনও ৭৪ হাজার কোটি টাকা বকেয়া তাদের। তার একটা বড় অংশ মকুব করে এয়ারটেলের শেয়ারও হাতে নিক সরকার। তাতে সংস্থার আর্থিক বোঝা একটু হালকা হবে। আরও উন্নত করা যাবে ৫জি পরিষেবা। তবে কতটা মকুবের দাবি তোলা হয়েছে স্পষ্ট নয়। প্রসঙ্গত, গত অর্থবর্ষে স্পেকট্রামের জন্য বিভিন্ন সময়ে প্রায় ১০ হাজার কোটি টাকা কেন্দ্রকে দিয়েছে এয়ারটেল। তার পরেও একটা বড় অংশ বাকি রয়ে গিয়েছে। ভি-র প্রসঙ্গ টেনে সেটাই আরও কমাতে চায় সংস্থা। এই নিয়ে কেন্দ্র কিংবা এয়ারটেল কোনও মন্তব্য করেনি।
নিজস্ব প্রতিবেদন