নামল বাজার
সাত দিনের টানা উত্থানে দাঁড়ি। বৃহস্পতিবার মূলত লগ্নিকারীদের লাভ ঘরে তোলার জেরে পড়ল বাজার। বিশেষজ্ঞদের দাবি, কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গিহানার ঘটনায় উত্তাপ বাড়ছে ভারত-পাকিস্তানের মধ্যে। তাই হাতের শেয়ার ফেলে রেখে ঝুঁকি নিতে চাননি অনেকে। তুলে নিতে চেয়েছেন মুনাফা। সেনসেক্স সাতটি লেনদেনে ৬২৬৯.৩৪ উঠে ফের ৮০ হাজার ছুঁয়েছিল। এ দিন ৩১৫.০৬ পড়ে হয়েছে ৭৯,৮০১.৪৩।
নিজস্ব প্রতিবেদন