পাক-সম্পর্ক ছিন্ন হোক: সৌরভ
পহেলগামে জঙ্গিহানা নিয়ে এ বারে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করা উচিত ভারতের। সৌরভ বলেন, ‘‘সন্ত্রাসকে একেবারেই মেনে নেওয়া উচিত না। পাকিস্তানের সঙ্গে সব রকমের সম্পর্ক একশো শতাংশ ত্যাগ করা উচিত। প্রত্যেক বছর এ রকম হয়েই চলেছে। এটা কি মেনে নেওয়া যায় নাকি? কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’’ শোনা যাচ্ছে, ভারতীয় বোর্ড নাকি আইসিসি-র কাছে চিঠি দিয়ে অনুরোধ করবে, কোনও আইসিসি ট্রফিতে ভারত-পাকিস্তানকে যেন এক গ্রুপে না রাখা হয়। সেই কথা শুনে সৌরভ বলেন, ‘‘ভারতীয় বোর্ড যদি এটা করে থাকে, একদম ঠিক সিদ্ধান্ত। এই সময়ে আগে দেশ। বোর্ড চিঠি দিলে ঠিক করবে।’’ নিজস্ব সংবাদদাতা