তিন দিন বন্ধ
ইস্ট-ওয়েস্ট মেট্রো
}} আজ, শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর গোটা পথেই (হাওড়া ময়দান থেকে এসপ্লানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ) পরিষেবা বন্ধ থাকবে। ট্রেন নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষার জন্যই পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। ২৯ এপ্রিল, মঙ্গলবার থেকে মেট্রো ফের পুরনো সূচি মেনে চলবে। এই সময়ে উত্তর-দক্ষিণ মেট্রোর পরিষেবা অবশ্য স্বাভাবিক থাকছে। অন্য দিকে, আজ, শনিবার ইডেন গার্ডেন্সে আইপিএলের খেলা থাকায় রাত ১২টায় এসপ্লানেড স্টেশন থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ অভিমুখে বিশেষ ট্রেন চালাবেন মেট্রো কর্তৃপক্ষ। ওই ট্রেনের যাত্রীদের অবশ্য নির্ধারিত ভাড়ার উপরে ১০ টাকা অতিরিক্ত সারচার্জ গুনতে হবে।