মন্দিরে চুরি
নিজস্ব সংবাদদাতা
মন্দির থেকে রুপো, পিতলের বিভিন্ন দেবতার মূর্তি এবং মুকুট চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল গার্ডেনরিচ থানার পুলিশ। ধৃতের নাম প্রবীর ঘোষ। তার বাড়ি মেটিয়াবুরুজে। ব্যানার্জিবাগান লেনের দু’টি মন্দির থেকে এই চুরি হয়। শুক্রবার রাতে মন্দির কর্তৃপক্ষের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়। ওই রাতেই প্রবীরকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে বেশির ভাগ মূর্তি উদ্ধার হয়েছে।