স্কুল থেকেই ভুয়ো খবর চেনার পাঠ
নিজস্ব সংবাদদাতা
পড়াশোনা ছাড়া কিশোর পড়ুয়াদের অনেকটা সময়ই কাটে সমাজমাধ্যমে। কিন্তু সেই সমাজমাধ্যমেই রয়েছে নানা বিপদের ফাঁদ। ভুয়ো খবর, মিথ্যে গুজব তো রয়েইছে, সেই সঙ্গেই আছে আর্থিক প্রতারণা-সহ নানা বিপদের আশঙ্কা। তাই স্কুলজীবন থেকেই ডিজিটাল দুনিয়ার ভাল-খারাপ সব দিক সম্পর্কে কিশোর-কিশোরীদের সড়গড় করে তুলতে উদ্যোগী হল ভুয়ো খবর যাচাইয়ের একটি সর্বভারতীয় সংস্থা।
শনিবার গুগল নিউজ়ের সহযোগিতায় ৫০ জনেরও বেশি পড়ুয়াকে নিয়ে হল এই কর্মশালা। তাতে পাঠভবন, ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের মতো একাধিক স্কুলের পড়ুয়ারা যোগ দেয়। আয়োজক সংস্থার পূর্ব ভারতের বার্তা সম্পাদক স্বস্তি চট্টোপাধ্যায়-সহ অন্য বিশেষজ্ঞেরা দেখালেন, কী ভাবে ডিপফেকের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর প্রযুক্তি দিয়ে নির্মিত ছবি, ভিডিয়ো চেনা যাবে। সমাজমাধ্যম বা অন্য কোনও মাধ্যমে আসা যে কোনও খবর বা ছবিকেই বার বার যাচাই করার কথা বললেন তাঁরা।
স্বস্তি জানান, তাঁদের সংস্থার উদ্যোগে সারা ভারতের নানা স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে ভুয়ো খবর যাচাই করার কৌশল শেখানো হচ্ছে। তাঁর মতে, ‘‘এই বয়সের ছেলেমেয়েরা সমাজমাধ্যম ব্যবহার করতে গিয়ে নানা বিপদে পড়তে পারে। ভুয়ো খবরে প্রভাবিত হতে পারে। তাই স্কুল স্তর থেকেই এই সচেতনতা তৈরি হওয়া জরুরি।’’