আমদানির সঙ্গে বন্ধ জাহাজ-চিঠি
ফলে জাহাজ চলাচল বন্ধ করায় সামগ্রিক ভাবে বাণিজ্যে খুব বেশি প্রভাব পড়বে না। যদিও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত ভূরাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ বলে সরকারের দাবি।
পহেলগামের হামলার পরেই মোদী সরকার সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল। যদিও সিন্ধু ও তার শাখানদীর জল ভারতের পক্ষে বাঁধ তৈরি না করে কতখানি আটকানো সম্ভব, তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছেন। ভারত ও পাকিস্তান, দু’দেশই একে অপরের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করার নির্দেশিকা জারি করেছে। এর ফলে পাকিস্তান থেকে কুয়ালা লামপুরের মতো বিমানবন্দরে যাওয়ার ক্ষেত্রে ঘুরে যেতে হবে। বিমানের জ্বালানির খরচ ও ভাড়া বাড়বে। কিন্তু একই সঙ্গে ভারতের বিমানগুলিও সমস্যায় পড়েছে। ভারতীয় বিমানগুলিকেও পশ্চিমের দিকে যেতে লেহ, হিন্দুকুশের মতো বিকল্প আকাশপথের কথা ভাবতে হচ্ছে।