পাকিস্তানকে অক্সিজেন জোগাচ্ছে কংগ্রেস, অভিযোগ বিজেপির
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি, ৩ মে: পহেলগামের সন্ত্রাসবাদী হামলা নিয়ে মোদী সরকারের উপরে চাপ বাড়াতে গিয়ে কংগ্রেস নেতা, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী ‘সার্জিকাল স্ট্রাইক’-এর প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই মন্তব্যকে হাতিয়ার করে আজ বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে ভারতের সেনাকে অপমান ও পাকিস্তানের সুরে কথা বলার অভিযোগ তুলল। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের অভিযোগ, কংগ্রেস পাকিস্তানের সন্ত্রাসবাদী, সেনাকে অক্সিজেন জোগাচ্ছে।
শুক্রবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠকের পরে কংগ্রেস মোদী সরকারের কাছে পহেলগামের হামলায় জড়িত সন্ত্রাসবাদী ও পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছিল। ঘটনার পরে দশদিন কেটে গেলেও মোদী সরকার কেন কোনও পদক্ষেপ করছে না, তা নিয়েও প্রশ্ন তুলেছিল তারা। সে সময়ই কংগ্রেস নেতা চরণজিৎ সিংহ চন্নী বলেন, আগের সার্জিকাল স্ট্রাইকের কোনও প্রমাণ মেলেনি। বালাকোটে বায়ুসেনার হানারও কোনও খবর মেলেনি।
বিজেপি সাংসদ সম্বিত পাত্র আজ বলেন, বাইরে থেকে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি হলেও আসলে সেটা পাকিস্তানের ওয়ার্কিং কমিটি। তাঁর অভিযোগ, কংগ্রেস সেনা, বায়ুসেনার মনোবল নষ্ট করছে। যখন পহেলগামের হামলার পরে গোটা দেশ শোকস্তব্ধ, তখন কংগ্রেস রাজনীতি করছে। চন্নী এই তোপের মুখে ব্যাখ্যা দিয়েছেন, তিনি বা কংগ্রেস সার্জিকাল স্ট্রাইক বা বালাকোটের হানার প্রমাণ চাইছে না। কংগ্রেস শুধু পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের জন্য বিচার চাইছে।