দ্বিতীয় বর্ষপূর্তি, স্তব্ধ মণিপুর
গুয়াহাটি, ৩ মে: কুকি-মেইতেই সংঘর্ষের দ্বিতীয় বর্ষপূর্তিতে মণিপুরের পাহাড় ও সমতল দুই জায়গাতেই পালিত হন বন্ধ। উপত্যকায় মণিপুর ইন্টিগ্রিটি সমন্বয় কমিটি এবং পাহাড়ে জোমি স্টুডেন্টস ফেডারেশন এবং কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন যৌথ ভাবে এই বন্ধ ডেকেছিল। সর্বত্র বন্ধ ছিল বাজার, বেসরকারি অফিস। যানবাহনও বেশি চলেনি। কুকি এলাকার বাড়িগুলিতে কালো পতাকা তোলা হয়।
এই দু’বছরে এক বারও মণিপুর সফরে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টি নিয়ে আজ ফের সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এক্স-এ লেখেন, “মোদী এই সময়ের মধ্যে বিশ্ব জুড়ে ৪৪টি দেশে সফর করেছেন এবং সারা দেশে ২৫০টি অভ্যন্তরীণ সফর করেছেন। তবু মণিপুরে এক সেকেন্ডও সময় ব্যয় করেননি। মণিপুরের জনগণের প্রতি এই উদাসীনতা এবং অবজ্ঞা কেন? বিজেপির রাজনৈতিক দায়বদ্ধতা কোথায়?’’ নিজস্ব সংবাদদাতা