পাক মন্ত্রী-ক্রিকেটারেরা
সমাজমাধ্যমে নিষিদ্ধ ভারতে
নয়াদিল্লি, ৩ মে: পহেলগাম জঙ্গি হানার পরবর্তীতে ভারত-পাকিস্তানের মধ্যে চাপানউতোর তুঙ্গে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত ৩০ এপ্রিল রাতে সাংবাদিক বৈঠক করে পাকিস্তানের তথ্যমন্ত্রী আহাউল্লা তাহার জানান, ভারত পাকিস্তানের উপরে হামলার ছক কষছে। এই মন্তব্যের পরে পাক মন্ত্রীর এক্স হ্যান্ডল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল ভারত।
সাংবাদিক বৈঠকে তাহার জানান, বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে তিনি জানতে পেরেছেন ভারত ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের উপরে হামলা করবে ভারত। আর যদি ভারতের সেনাবাহিনী হামলা করে, সে ক্ষেত্রে পরিণতি ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করেন তিনি। এর পাশাপাশি, ভারতকে রীতিমতো হুমকি দিয়ে তাহার জানায়, ভারত যদি পাকিস্তানকে যুদ্ধ করার জন্য প্ররোচনা দেয়, তবে যুদ্ধে ভয়াবহ ও ধ্বংসাত্মক পরিণতির জন্য ভারতই দায়ী থাকবে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও ভারতের সাথে সম্ভাব্য যুদ্ধের বিষয়ে সতর্ক করেছেন। আসিফ স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেন, “যদি কিছু ঘটার থাকে তবে তা আগামী দুই বা তিন দিনের মধ্যে ঘটবে।”
যে সব ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ান, ওয়াসিম আক্রম। শোয়েব আখতার, হ্যারিস রউফ। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটিও বন্ধ করে দেওয়া
হয়েছে। সংবাদ সংস্থা