শুরু শিল্পের সঙ্গে বৈঠক
নয়াদিল্লি, ৩ মে: গত মাসে আমেরিকার সঙ্গে বাণিজ্য আলোচনার বিভিন্ন শর্ত চূড়ান্ত করেছে ভারত। এ বার মূল বৈঠকের ব্যাপারে কৌশল চূড়ান্ত করতে বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক শুরু করল কেন্দ্র। সম্প্রতি বাণিজ্য মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বিভিন্ন বণিকসভার সঙ্গে কথা বলেছেন। আশ্বাস দিয়েছেন, বাণিজ্য বৈঠকে তাদের পরামর্শ ও দাবিকে গুরুত্ব দেওয়া হবে।
বৈঠকে শিল্প মহলের বক্তব্য, বস্ত্র ও কাপড়, গয়না, চামড়ার পণ্য, প্লাস্টিক, রাসায়নিকের মতো শ্রমনিবিড় ক্ষেত্রগুলির স্বার্থরক্ষায় জোর দিক ভারত। উঠেছে তৈলবীজ, কলার মতো কৃষিপণ্যের কথাও।
সংবাদ সংস্থা