স্টেট ব্যাঙ্কের লাভ, ঘোষণা ডিভিডেন্ড
নিজস্ব প্রতিবেদন
পর পর দু’বার ঋণনীতিতে রিজ়ার্ভ ব্যাঙ্ক সুদের হার কমানোয় চলতি অর্থবর্ষে তাঁদের সুদ বাবদ আয় এবং ব্যয়ের মধ্যে ফারাক কমতে পারে বলে ধারণা স্টেট ব্যাঙ্কের। শনিবার দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাঙ্কটির আর্থিক ফল ঘোষণা করতে গিয়ে চেয়ারম্যান সি এস শেট্টি জানান, তাদের মোট ঋণের ২৭ শতাংশই রেপো রেটের (যে সুদে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ধার দেয় আরবিআই) সঙ্গে যুক্ত। ফলে যখন রেপো টানা বাড়ানো হয়েছিল, তখন ওই সব ঋণেও সুদ চটজলদি বেড়েছিল। এ বার শীর্ষ ব্যাঙ্ক সুদ ছাঁটাই করায় তা কমতে শুরু করেছে।
এ দিন স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, গত অর্থবর্ষে নিট মুনাফা ১৬% বেড়ে পৌঁছেছে ৭০,৯০১ কোটি টাকায়। তবে গত জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে তাদের নিট মুনাফা কমেছে ৯.৯৩%। মার্চে শেষ হওয়া অর্থবর্ষের জন্য শেয়ারহোল্ডারদের শেয়ার পিছু ১৫.৯০ টাকা করে ডিভিডেন্ড দেবে ব্যাঙ্ক। পাশাপাশি, চলতি ২০২৫-২৬ সালে শেয়ার ছেড়ে ২৫,০০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে তারা। এ বছর তারা ১৮,০০০ অফিসার এবং কর্মী নিয়োগ করবে।
গত অর্থবর্ষে বন্ধন ব্যাঙ্কের নিট মুনাফা ২৩.১% বেড়ে হয়েছে ২৭৪৫ কোটি টাকা। তবে মোট অনুৎপাদক সম্পদ ৯০ বেসিস পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪.৭%। নিট হিসেবে তা ১.৩%। ব্যাঙ্কের এমডি-সিইও পার্থপ্রতিম সেনগুপ্ত জানান, এর বড় অংশ অনাদায়ি ক্ষুদ্রঋণ।