জামশেদপুরের মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল (এমজিএম)-এর চারতলার একটি বারান্দা শনিবার বিকেলে ধসে পড়েছিল। এই ঘটনায় ধ্বংসস্তূপ চাপা পড়ে তিন জন রোগীর মৃত্যু হয়েছে। এক জন গুরুতর আহত। ধ্বংসস্তূপে অন্তত ১৫ জন চাপা পড়েছিলেন। গভীর রাত পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে দু’টি দেহ উদ্ধার করা হয়। রবিবার সকালে তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সরকারি কর্তারা। পিটিআই