সেনার মেজর পরিচয় দিয়ে জালিয়াতি, গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা
ফোন করা হয়েছিল সেনাবাহিনীর মেজরের ভুয়ো পরিচয় দিয়ে। উত্তরপ্রদেশের এক বাসিন্দাকে সেনাবাহিনীতে জওয়ানের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই টোপ দিয়ে সেই ব্যক্তির কাছ থেকে ৬ লক্ষ ১৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক দল প্রতারকের বিরুদ্ধে। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে হেস্টিংস থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ শাহজাদা। তার বাড়ি গার্ডেনরিচে। রবিবার
কলকাতার সিজেএম আদালত ধৃতকে ১৩ মে পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে।
মামলার সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী জানান, এই প্রতারণার পিছনে একটি চক্র সক্রিয়। একাধিক রাজ্যে ছড়িয়েছে এই প্রতারণার জাল। আরও তিন অভিযুক্ত পলাতক। তারাই প্রতারণার মূল চক্রী। আদালত সূত্রের খবর, প্রতারিত ব্যক্তিকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে উত্তরপ্রদেশ থেকে কলকাতায় ডেকে আনে প্রতারকেরা। তাঁর কাছ থেকে ৬ লক্ষ ১৩ হাজার টাকা নেওয়া হয়। তদন্তে উঠে এসেছে, প্রতারিতের বিশ্বাস অর্জনের জন্য তাঁকে সেনাবাহিনীতে নিয়োগের পরীক্ষার ভুয়ো অ্যাডমিটও কার্ড দেয় অভিযুক্তেরা। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর পরে প্রতারকেরা ফের তাঁর কাছ থেকে আরও চার লক্ষ টাকা চাইলে সন্দেহ হয় ওই ব্যক্তির। তখনই তিনি পুলিশের দ্বারস্থ হন।
শনিবার রাতে টাকা দেওয়ার নাম করে হেস্টিংস থানা এলাকায় আসতে বলা হয় প্রতারকদের। তৈরি ছিল পুলিশও। সেই টাকা নিতে এসেই পুলিশের জালে ধরা পড়ে শাহজাদা। রবিবার শুনানির শেষে এজলাস থেকে কোর্ট লক আপে নিয়ে যাওয়ার সময়ে আদালত কক্ষেই অসুস্থ বোধ করে শাহজাদা। পুলিশকর্মীরা তার চোখে-মুখে জল দেন। জল খাওয়ার পরে সুস্থ বোধ করে অভিযুক্ত।