সেনা-শিবিরে সন্দেহভাজন, আহত এক
সাবির ইবন ইউসুফ
শ্রীনগর, ১০ মে: চাঁদের আলোয় ধুয়ে যাওয়া আকাশে উড়ে যাচ্ছে একটার পর একটা আগুনের গোলা। ‘বুম... বুম’ আওয়াজে খানখান হয়ে যাচ্ছে নৈঃশব্দ্য। আজ রাত সওয়া ৯টা নাগাদ ভিডিয়োটা এক্স হ্যান্ডলে পোস্ট করে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা লিখলেন, ‘এ তো সংঘর্ষবিরতি নয়। শ্রীনগরের আকাশ-হামলা প্রতিরোধ ব্যবস্থা এইমাত্র সক্রিয় হয়ে উঠেছে।’
আজ বিকেলে সংঘর্ষবিরতি ঘোষণার পরে রাত নামতেই কাশ্মীরবাসী টের পেলেন, পাকিস্তান আছে পাকিস্তানেই। রাত সওয়া ৮টা নাগাদ জম্মু সীমান্তে ফের গুলি চালাতে শুরু করল পাক বাহিনী। আরএস পুরা-য় গুলিবিদ্ধ হয়ে মারা যান বিএসএফের সাব ইনস্পেক্টর মহম্মদ ইমতিয়াজ়। বিএসএফ জানিয়েছে, একটি বর্ডার আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত ইমতিয়াজ় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন বাহিনীকে।