স্লিপার বন্দে ভারতের উৎপাদন পিছিয়ে গেল প্রায় দু’বছর
নিজস্ব সংবাদদাতা
নির্মাণের বরাত সংক্রান্ত জটে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের উৎপাদন নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দু’বছর পিছিয়ে গিয়েছে। রেল বিকাশ নিগম লিমিটেড এবং রুশ সংস্থার যৌথ উদ্যোগ নিয়ে জটিলতার কারণে বিলম্ব হওয়ায় রেলবোর্ড পরে ওই ট্রেন নির্মাণের দায়িত্ব একাধিক সংস্থার মধ্যে ভাগ করে দেয়।
ওই সিদ্ধান্ত অনুযায়ী বেঙ্গালুরুর ভারত আর্থ মুভার্স লিমিটেড কারখানায় প্রথম নমুনা বন্দে ভারত এক্সপ্রেস তৈরি হওয়ার পর উত্তরপাড়ার টিটাগড়ে একটি বেসরকারি কোচ এবং ওয়াগন নির্মাণ সংস্থায় ওই ট্রেন তৈরি হতে চলেছে। এর আগে ওই সংস্থা ইতালির একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে উন্নত মানের মেট্রোর কোচ তৈরি করেছে। স্টেনলেস স্টিলের কোচ তৈরির পাশাপাশি ওই সংস্থার অ্যালুমিনিয়ামের কোচ তৈরি করার অভিজ্ঞতাও রয়েছে বলে খবর।
ওই সংস্থায় প্রায় ২৪ হাজার কোটি টাকা মূল্যে বন্দে ভারত এক্সপ্রেসের ৮০টি রেক তৈরি হবে বলে খবর। সম্প্রতি ওই কারখানায় ট্রেন নির্মাণের জন্য প্রয়োজনীয় বিশেষ লাইন তৈরি হয়েছে। সংস্থা সূত্রে খবর আগামী বছর বাতানুকূল স্লিপার শ্রেণির প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের নমুনা রেক সংস্থার কারখানায় তৈরি হবে। ওই রেকের কার্যকারিতা পরীক্ষার পর ধাপে ধাপে বাকি রেকগুলি তৈরি করা হবে। ওই বেসরকারি সংস্থাকে ২৪ হাজার কোটি টাকায় ৩৫ বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সহ ৮০ টি ট্রেনসেট বা রেক তৈরির বরাত দেওয়া হয়েছে।