রাশিয়াকে বার্তা
}} সোমবার থেকে ৩০ দিনের যুদ্ধবিরতি, বন্ধ রুশ-ইউক্রেন সংঘাত। পুতিন যদি তাতে না রাজি হন, তবে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চাপানো হবে পুতিনের দেশের উপর। নিষেধাজ্ঞা চাপাবে আমেরিকা ও ইউরোপ। শনিবার জানিয়ে দিলেন ইউরোপের চার দেশের প্রশাসনিক কর্তারা। শনিবার ইউক্রেনের রাজধানী কিভে প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে বৈঠক করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়র স্টার্মার, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ও জার্মানির নবনির্বাচিত চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎজ়। এই সাক্ষাতের পরেই যুদ্ধবিরতির শর্তের কথা জানান তাঁরা। এ-ও জানান, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “ইউরোপ বড় খোলাখুলি রাশিয়ার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। পুতিন যুদ্ধবিরতি নিয়ে কখনওই আপত্তি জানাননি, তবে কিছু প্রশ্ন ও শর্ত রয়েছে। যার উত্তর মিলছে না।”
যুদ্ধ অব্যাহত
}} গাজ়ায় শনিবার ফের ইজ়রায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রের খবর। এ দিন গাজ়া সিটির সরবা এলাকার একটি তাঁবুতে তিন শিশুকে নিয়ে ঘুমিয়ে ছিলেন এক দম্পতি। সেই সময়ে ইজ়রায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রে ওই পরিবারের পাঁচ জনেরই মৃত্যু হয়। হামলায় নিহত মহিলার বাবা ওমর আবু আল-কাস সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কোনও রকম আগাম সতর্কবার্তা ছাড়াই এ দিন হামলা চালায় ইজ়রায়েল। শনিবার অসামরিক নিরাপত্তা বাহিনীর মুখপাত্র মহম্মদ বাসাল জানান, ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।