নজরে বাসচালকেরা, কাজ শুরু অ্যাপের
নিজস্ব সংবাদদাতা
বেপরোয়া ভাবে বাস চালানোয় লাগাম টানতে পাইলট প্রকল্পের আওতায় শনিবার থেকে কাজ শুরু করল সরকারি যাত্রী সাথী অ্যাপ। অ্যাপ-ক্যাব চালকেরা যাত্রী সাথী অ্যাপের যে সংস্করণ ব্যবহার করেন, তার মধ্যেই একটি পৃথক অংশে তৈরি ব্যবস্থাপনার সাহায্যে সরকারি এবং বেসরকারি বাসের চালকদের বাস চালানোর উপরে নজর রাখা হবে। নির্ধারিত সীমার চেয়ে বেশি গতিতে বাস ছোটানো, নির্ধারিত রুট ভঙ্গ করা ছাড়াও রাস্তায় অপ্রয়োজনে দাঁড়িয়ে থাকলে তা ধরা পড়বে অ্যাপে। চালকদের এই সব প্রবণতার ক্ষেত্রে সতর্কবার্তা দেবে অ্যাপ।
যাত্রী সাথী অ্যাপের যে সংস্করণ যাত্রীরা ব্যবহার করেন, তার একটি পৃথক অংশে সরকারি-বেসরকারি বাসের রুট, বাসস্টপে এসে পৌঁছনোর সম্ভাব্য সময়, ভাড়া-সহ বিভিন্ন তথ্য দেখা যাবে। এ দিন রাজ্য পরিবহণ নিগমের সল্টলেক ডিপোয় আয়োজিত একটি অনুষ্ঠান থেকে ওই পরিষেবার সূচনা করেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। নতুন অ্যাপ যাত্রী পরিষেবার উন্নতি ঘটানোর পাশাপাশি পথ দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে জানান তিনি।
প্রাথমিক পর্বে ওই অ্যাপে সরকারি বাসের বিমানবন্দর-কেন্দ্রিক ১৬টি রুটের মোট ৬০টি বাসের খোঁজ পাবেন যাত্রীরা। আগামী এক সপ্তাহের মধ্যে ৪৫ এবং ২২৩ নম্বর রুটের ১৩০টি বেসরকারি বাসও যুক্ত হবে। ধাপে ধাপে কয়েক মাসের মধ্যে শহরের সমস্ত বাতানুকূল সরকারি বাসের রুট এবং পরে বেসরকারি বাসের রুটকে ওই ব্যবস্থার আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইজি (ট্র্যাফিক) সুকেশ জৈন। বাসের হদিস জানার এই পরিষেবাকে ‘হোয়্যার ইজ় মাই বাস’ নামে মূল অ্যাপের আওতায় তুলে ধরা হবে। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের পরিবহণ সচিব সৌমিত্র মোহন জানান, নতুন ব্যবস্থা যাত্রী পরিষেবার মান উন্নত করবে। রাজ্য পরিবহণ নিগমের ডিরেক্টর সিরাজ ধনেশ্বর জানান, নতুন অ্যাপটিকে অচিরেই নানাবিধ পরিবহণের বহুমাত্রিক সুবিধাযুক্ত মাধ্যম হিসেবে গড়ে তোলা হবে। ভবিষ্যতে ওই অ্যাপের আওতায় ফেরি পরিষেবাকেও যুক্ত করা হবে।
অ্যাপে সরকারি বাসের অসংরক্ষিত টিকিটও কাটা যাবে। যাত্রীরা মোবাইলের কিউআর কোডের টিকিট বাসে দেখালে কন্ডাক্টর তা খতিয়ে দেখে কাগজের টিকিট দেবেন।
এ নিয়ে বেসরকারি বাসমালিক সংগঠন সিটি সাবার্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, ‘‘গণ পরিবহণের উন্নতির স্বার্থে প্রযুক্তি সব সময়ে স্বাগত।’’