সাদাম্পটনের বিরুদ্ধে ড্র হালান্ডদের
নিজস্ব প্রতিবেদন
১০ মে: চোট সারিয়ে ফিরেছিলেন আর্লিং হালান্ড। কিন্তু ম্যাঞ্চেস্টার সিটির জয় এল না। ইপিএলে শনিবার পয়েন্ট টেবলে সবার শেষে থাকা সাদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করল ম্যান সিটি।
পরিসংখ্যান বলছে, ৩৬ ম্যাচে ১২ পয়েন্টে থাকা সাদাম্পটন ইপিএলে এখনও পর্যন্ত ৮২ গোল হজম করেছে। রক্ষণ জমাট করে খেলায় সারা ম্যাচে প্রতিপক্ষকে সেরকম বিপদে ফেলতে পারেননি সিটির ফুটবলাররা। যদিও তাঁরা মোট ২৬টি শট নেন। যার মধ্যে মাত্র ৫টি ছিল গোলমুখী।
এ দিন হালান্ডও ছন্দে ছিলেন না। ৯১ মিনিটের মাথায় তাঁর হেড লক্ষ্যভ্রষ্ট হয়। গোলশূন্য ড্র এর ফলে ৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকল ম্যান সিটি।
রবিবার ইপিএলে লিভারপুল মুখোমুখি হবে আর্সেনালের।