এ বার স্বয়ং আগাথা ক্রিস্টি নেবেন লেখা শেখার ক্লাস। বিবিসি আনতে চলেছে ভিডিয়ো কোর্স, সেখানেই এআই-অবতারে হাজির হবেন অপরাধ আর রহস্যকাহিনির মহালেখিকা, প্রযুক্তির আজব কুদরতিতে পড়ুয়ারা শুনতে পাবেন তাঁর কণ্ঠ, পর্দায় দেখবেন তাঁকে। এ ভাবেই তবে রবীন্দ্রনাথকেও ফিরিয়ে এনে বলা যাবে, রক্তকরবী-টা একটু পড়িয়ে দিন না গুরুদেব? কে সি নাগের কাছ থেকেই শিখে নেওয়া যাবে রামকঠিন অঙ্ক। খোদ ডন ব্র্যাডম্যান এসে কভার ড্রাইভ শেখাবেন, ভাবা যায়!