পাকিস্তানের একাধিক ভুল তথ্য
}} সেনাসূত্র উল্লেখ করে পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম তাদের হামলায় ভারতের বেশ কয়েকটি বায়ুসেনা ঘাঁটি উড়িয়ে দেওয়া-সহ কিছু দাবি করছিল শনিবার সকাল থেকেই। সেগুলি ভুয়ো বলে জানিয়ে দিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী। ভারতের বায়ুসেনা ঘাঁটি ওড়ানো, সাইবার-হানার মাধ্যমে ৭০% বিদ্যুৎ-ক্ষেত্র অচল করে দেওয়ার মতো যাবতীয় দাবি অসত্য বলে জানিয়েছেন বিদেশ সচিব। সেই সঙ্গে, আফগানিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র-হানার যে কথা বলা হচ্ছে, তা-ও পুরোপুরি মিথ্যা। এই সূত্রে বিদেশসচিবের মন্তব্য, ‘‘কোন দেশ আফগানিস্তানে বার বার হামলা করেছে, তা আশা করি সেখানকার মানুষকে মনে করিয়ে দিতে হবে না।’’
বিপদঘন্টিতে ‘না’
}} সমস্ত টেলিভিশন চ্যানেলকে তাদের অনুষ্ঠানে অসামরিক নিরাপত্তায় ব্যবহৃত বিপদঘন্টির শব্দ ব্যবহার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করল স্বরাষ্ট্র মন্ত্রক। শনিবার মন্ত্রকের তরফে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যাতে বলা হয়েছে, বিপদকালীন পরিস্থিতিতে আসল বিপদঘন্টির সঙ্গে টেলিভিশনের বিপদঘন্টির শব্দকে গুলিয়ে ফেলতে পারেন সাধারণ মানুষ, ফলে বিপত্তি ঘটার
সম্ভাবনা রয়েছে।’
পাল্টা হামলা
}} জম্মুর আখনুর সেক্টরে বিএসএফ-এর পোস্ট লক্ষ্য করে পাকিস্তানের উস্কানিমূলক হামলার জবাবে সীমান্তের ওপারে একটি জঙ্গি লঞ্চপ্যাড পুরোপুরি ধ্বংস করেছে বিএসএফ। শনিবার বিএসএফ এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের সিয়ালকোট জেলার লুনি এলাকায় অবস্থিত ওই লঞ্চপ্যাডটিই লক্ষ্যবস্তু ছিল। শুক্রবার রাত ৯টা থেকে জম্মু সেক্টরে বিএসএফ পোস্টগুলিতে গুলি চালায় পাকিস্তান। তার পরিপ্রেক্ষিতেই এই পাল্টা প্রতিক্রিয়া বলে জানানো হয়েছে।
বন্দি নন পাইলট
}} ভারতীয় বায়ুসেনার মহিলা ফাইটার পাইলট স্কোয়াড্রন লিডার শিবানী সিংহ পাকিস্তানে বন্দি হয়েছেন— এমন দাবি ছড়িয়েছে সমাজ মাধ্যমে পাকিস্তানের কিছু অ্যাকাউন্টে। তবে পিআইবি ফ্যাক্ট চেক স্পষ্ট জানিয়েছে, এই দাবি ভুয়ো। শিবানী সিংহ আদৌ বন্দি হননি। প্রচারিত ভিডিয়োটিও বিভ্রান্তিকর এবং পুরনো বলেও জানানো হয়েছে। এই প্রসঙ্গে সরকারি মহল জানিয়েছে, এই ধরনের গুজব উস্কানিমূলক প্রচার ও প্ররোচনা ছড়ানোর চেষ্টা ছাড়া আর কিছুই নয়।