গাজ়ায় খাদ্য-সঙ্কট
নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প
গাজ়া সিটি, ১৬ মে: যুদ্ধবিধ্বস্ত গাজ়া ভূখণ্ডে খাদ্য-সঙ্কট নিয়ে এ বার উদ্বেগ জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মার্চে ইজ়রায়েলের সঙ্গে হামাসের সংঘর্ষবিরতি চুক্তি শেষ হওয়ার পর থেকে গাজ়ায় খাদ্য সহায়তা ঢোকার রাস্তা অবরুদ্ধ করে দিয়েছে নেতানিয়াহু সরকার। ফলে সেখানে ক্রমাগত বাড়ছে খাবারের জন্য হাহাকার। এরই মধ্যে, গত কাল সকাল থেকে চলা লাগাতার ইজ়রায়েলি হামলায় গাজ়ায় নিহত হয়েছেন অন্তত ২৫০ জন।
আজ আবু ধাবি থেকে একটি সাংবাদিক সম্মেলনে গাজ়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘‘গাজ়ায় বহু মানুষ অনাহারে ভুগছেন... আমরা সেখানকার পরিস্থিতির উপরে নজর রাখছি। কী ভাবে এর সমাধান মেলে, তা-ও দেখছি।’’ ইজ়রায়েল-হামাস যুদ্ধবিরতির পরিকল্পনা প্রসঙ্গে আমেরিকার প্রেসিডেন্টের মতামত চাওয়া হলে ট্রাম্প জানান, আগামী মাসের মধ্যেই ‘ইতিবাচক’ খবরের আশায় রয়েছেন তিনি। যদিও ঠিক কী ভাবে তা সম্ভব, সে নিয়ে কিছু পরিষ্কার করে বলেননি ট্রাম্প। গত কাল হামাস জানায়, যুদ্ধবিধ্বস্ত গাজ়ায় মানবিক সহায়তা পাঠানো ‘ন্যূনতম প্রয়োজনীয়তা মাত্র’। যে ভাবে ইজ়রায়েল খাবার, ওষুধ-সহ অত্যাবশ্যকীয় পণ্যের রাস্তা আটকাচ্ছে, তাতে ভবিষ্যতে গাজ়াবাসীকে আরও সঙ্কট পড়তে হবে।
আন্তর্জাতিক মহল থেকে নানা ভাবে চাপ সৃষ্টি করা হলেও যুদ্ধবিরতি নিয়ে এখনও কোনও রকম কথাবার্তায় রাজি নয় ইজ়রায়েল। একই সঙ্গে, গাজ়া ভূখণ্ডের নানা জায়গায় ক্রমাগত হামলাও চালাচ্ছে তাদের সেনা। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র খালিল আল-দেকরান আজ জানিয়েছেন, গত কাল প্রাণ হারিয়েছেন মূলত মহিলা এবং শিশুরা। বেত লাহিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বহু আহতকে। আজ বেত লাহিয়া জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে অসংখ্য কাগজের টুকরো। সেগুলিতে কার্যত হুমকি দিয়ে লেখা, ‘যত দ্রুত সম্ভব দক্ষিণের দিকে এগিয়ে যাও!’ তাঁবু বা অস্থায়ী শিবিরে থাকা মানুষজন আগামী দিনে কোথায় আশ্রয় নেবেন, তা অবশ্য অজানাই।
সংবাদ সংস্থা