টিটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলার তিন
নিজস্ব সংবাদদাতা
শনিবার থেকে কাতারে শুরু হচ্ছে টেবিল টেনিসের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। নজরে রয়েছেন তিন বঙ্গ টিটি খেলোয়াড়। ডাবলসে সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায় এবং ছেলেদের সিঙ্গলসে অঙ্কুর ভট্টাচার্য। তিন জনই রয়েছেন দুরন্ত ছন্দে। তাঁদের নিয়ে আশাবাদী দুই বঙ্গ কোচ সৌরভ চক্রবর্তী ও অরূপ বসাক।
মেয়েদের ডাবলসে সুতীর্থা-ঐহিকা ছাড়াও রয়েছেন দিয়া চিতালে ও যশস্বিনী ঘোরপাড়ে। ছেলেদের ডাবলসে খেলবেন মানব ঠক্কর ও মনুশ শ এবং জি সাথিয়ান ও হরমীত দেশাই। ছেলেদের সিঙ্গলসে অঙ্কুর ছাড়াও নজরে থাকবেন মানব, মনুশ ও সাথিয়ান।
আজ শনিবারই নামছেন মেয়েদের দুই ডাবলসের জুটি। সুতীর্থা-ঐহিকার প্রতিপক্ষ তুরস্কের ওজ়গে ইলমাজ় এবং এসহারাক জুটি। ছেলেদের বিভাগে খেলবেন মানব-মনুশ জুটি। সিঙ্গলসে মনুশ ছাড়াও খেলবেন দিয়া।
সুতীর্থা-ঐহিকা জুটি ছাড়াও নজরে থাকবেন অষ্টাদশ বর্ষীয় অঙ্কুর। বঙ্গ জুটিকে নিয়ে সৌরভ কাতার থেকে ফোনে বললেন, “আমাদের প্রস্তুতি যথেষ্ট ভাল হয়েছে। আশা করি শেষ পর্যন্ত পদক ওঁদের হাতে দেখতে পাব। অতিরিক্ত চাপ নিচ্ছি না। প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই।”
ত্রয়ী: কোচ সৌরভের সঙ্গে ঐহিকা ও অঙ্কুর (বাঁ দিকে)। নিজস্ব চিত্র