সম্প্রতি নৈহাটি ব্রাত্যজনের দশ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য নাট্যোৎসবের আয়োজন করা হয়েছিল। ছ’দিন ব্যাপী এই উৎসবটি অনুষ্ঠিত হয় অ্যাকাডেমি অব ফাইন আর্টসে। নাট্যচর্চার এক দশকের সাফল্য উদ্যাপনে ১১টি নাটক মঞ্চস্থ হয়। এ ছাড়া বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা ও নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। এই উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী রথীন ঘোষ ও সুজিত বসু। নাট্য উৎসবে মঞ্চস্থ হয় ‘দাদার কীর্তি’, ‘আনন্দ’, ‘বসন্ত বিলাপ’, ‘দায়বদ্ধ’, ‘টিনের তলোয়ার’, ‘ফেরারী ফৌজ’, ‘আন্তিগোনে’, ‘কল্পনার অতীত’। দেবশঙ্কর হালদার, আনন্দরূপা চক্রবর্তী, তূর্ণা দাস, দেবাশিস রায়, পার্থ ভৌমিকের অভিনয় দেখেছেন দর্শক। নাটক মঞ্চস্থ করার পাশাপাশি ‘ব্রাত্যজন’ সম্মান তুলে দেওয়া হয়েছে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, দেবশঙ্কর হালদার, দেবেশ চট্টোপাধ্যায়, দেবাশিস রায়, শুভাশিস মুখোপাধ্যায়-সহ অন্যান্য নাট্যব্যক্তিত্বের হাতে।
রবীন্দ্রনাথের ভাবধারায় স্থাপিত রবিচ্ছায়ার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠান চলছে। সম্প্রতি স্বামীজির পৈতৃক নিবাসে নির্মিত রামকৃষ্ণ মঞ্চে উপস্থাপিত হয় ‘সেতুবন্ধে রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দ’ শীর্ষক অনুষ্ঠান। এই সান্ধ্য অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশ্বরূপ রুদ্র। গ্রন্থনায় এবং পাঠে ছিলেন রত্না মিত্র। এই সন্ধ্যায় বিশ্বরূপের কণ্ঠে শোনা যায় ‘তোমারই তরে মা’। এই গানটি রামকৃষ্ণ পরমহংস দেবের অন্যতম প্রিয় গান। অনুষ্ঠানের সমাপ্তিতে বিশ্বরূপ পরিবেশন করেন ‘আরও কত দূরে’। এই সন্ধ্যায় কীবোর্ডে সুব্রত বাবু মুখোপাধ্যায়, এস্রাজে দেবায়ন মজুমদার, তবলা ও পাখোয়াজে অরবিন্দ প্রধান, পারকাশনে তন্ময় পান ছিলেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন শুভদীপ দে, সায়ন দাস।