ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা
বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল। শুক্রবার রাতে, হাবড়ার সালতিয়া এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম প্রদীপ মুখোপাধ্যায় (৫৫)। তাঁকে উদ্ধার করে মছলন্দপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। পরিবার পুলিশকে জানিয়েছে, মত্ত অবস্থায় প্রদীপ বাড়ি ফিরে প্রায়ই ঝামেলা করতেন। এ দিনও ঝামেলা করে ঘরে চলে যান। পরে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখা যায়।