মিডলসেক্স কাউন্টি চায় কোহলিকে
ভারতের হয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে কি ইংল্যান্ডের মাটিতে কাউন্টি ক্রিকেটে দেখা যাবে বিরাট কোহলিকে? মিডলসেক্সের তরফে তেমনটাই আশা করা হচ্ছে। এক দৈনিক ইংরেজি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, মিডলসেক্স প্রথম শ্রেণির ক্রিকেট বা এক দিনের কাপে বিরাটকে পেতে আগ্রহী। তার জন্য অর্থও বাধা হবে না বলে সেই প্রতিবেদনে লেখা হয়েছে।
সম্মানিত সচিন
শুক্রবার ভারতীয় বোর্ডের সদর দপ্তরে নিজের নামে বোর্ডরুমের উদ্বোধন করেছিলেন সুনীল গাওস্কর। চব্বিশ ঘণ্টা পরে নিজের নামে বোর্ড রুমের উদ্বোধন করলেন সচিন তেন্ডুলকর। তার নাম -‘এসআরটি ১০০’। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, “ভারতীয় ক্রিকেট সচিনের অবিস্মরণীয় অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়েছে।” সচিন ভারতের জয়ী আইসিসি ট্রফি দেখে আবেগতাড়িত হয়ে পড়েন। নিজের নামে বোর্ডরুম উদ্বোধন তাঁর জীবনের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে বলেও উল্লেখ করেন।
জয়ী প্রজ্ঞানন্দ
রোমানিয়ায় আয়োজিত সুপারবেট ক্লাসিক দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন আর. প্রজ্ঞানন্দ। আর্মেনীয়-আমেরিকান গ্র্যান্ডমাস্টার লেভন অরোনিয়ানিনের বিরুদ্ধে ফাইনাল রাউন্ডে ড্র করেন প্রজ্ঞা। ফলে আরও দুই প্রতিযোগীর সঙ্গে তাঁর প্রাপ্ত পয়েন্ট দাঁড়ায় ৫.৫। কিন্তু টাইব্রেকারে চ্যাম্পিয়ন হন প্রজ্ঞানন্দ।
অগ্নিদগ্ধ লুসিয়ো
বিশ্বকাপজয়ী ব্রাজিলের ফুটবলার লুসিয়ো অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গিয়েছে, বাড়িতে দুর্ঘটনার ফলেই তিনি অগ্নিদগ্ধ হয়েছেন। চোটের মাত্রা জানা না গেলেও হাসপাতালের তরফে বিবৃতিতে বলা হয়েছে,“লুসিয়ো এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।”