ফাঁসির সাজা আসিফের
}} বাবা, মা, বোন আর ঠাকুমাকে খুনে দোষী সাব্যস্ত হওয়া মহম্মদ আসিফকে ফাঁসির সাজা দিলেন মালদহ জেলা আদালতের বিচারক শুভায়ু বন্দ্যোপাধ্যায়। আদালতে নিজেকে নিরপরাধ বলে দাবি করে এলেও ফাঁসির সাজা শোনার পরে কোনও মন্তব্য করেনি আসিফ। পুলিশের ঘেরাটোপের মধ্যে তাকে মালদহ সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। কালিয়াচকের পুরাতন ১৬ মাইলে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পরিবারের চার সদস্যকে খুন করে জানলা-দরজাহীন ঘরে পুঁতে দেয় আসিফ। ২০২১ সালের ১৯ জুন ওই চার জনের পচাগলা দেহ উদ্ধার হয়। সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছিল আসিফ। খুনের ছক কষে বাবা তা ফেরত চাইতেই। আসিফের দাদা মহম্মদ আরিফ বলেন, “ও যে অপরাধ করেছে, তাতে ফাঁসির মতো দৃষ্টান্তমূলক সাজাই হওয়া উচিত।”
বিধবা দিবস
}} দিনটি ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ। সেই মতো রাজ্য জুড়ে সরকারি উদ্যোগে আগামী ২৩ জুন পালিত হবে ‘বিধবা দিবস’। এই মর্মে রাজ্য সরকারের নির্দেশিকা পৌঁছেছে প্রতিটি জেলায়। জেলা প্রশাসনের তরফেও প্রতিটি ব্লক এবং গ্রাম পঞ্চায়েতকে দিনটি পালনের নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশিকায় উল্লেখ রয়েছে, প্রতিটি ব্লক ও গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই দিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি বিধবা ভাতা, আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ডের মতো নানা প্রকল্পের সমস্যা সমাধানে পদক্ষেপ করা হবে। শুধু বিধবা, বিশেষ করে ৮০ বছরের ঊর্ধ্বের বিধবাদের জন্যই হবে ওই শিবির। প্রয়োজনে বাড়িতে গিয়ে বিধবা ভাতা দেওয়ার ব্যবস্থা হবে।
ধন্যবাদ শমীকের
}} হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে কামরার সংখ্যা বাড়ল। আগে ওই ট্রেন ১৬টি বগি নিয়ে চলত। এখন থেকে বগির সংখ্যা বেড়ে হল ২০। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অনুরোধ করেন, ওই পথ বাঙালির অন্যতম জনপ্রিয় ভ্রমণের জায়গার। তা ছাড়া ধর্মপ্রাণ বহু মানুষ জগন্নাথ মন্দিরে পুজো দিতে যান। তাঁদের সকলের সুবিধার কথা ভেবে এই পথের বন্দে ভারত এক্সপ্রেসে বগির সংখ্যা বাড়ানো হোক। তাঁর অনুরোধ মেনে বগির সংখ্যা বাড়ানোয় রেলমন্ত্রীকে চিঠি লিখে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শমীক।
ধৃত দুই ইরানি
}} গয়না চুরির চেষ্টার অভিযোগে ইরানের দুই নারগিককে গ্রেফতার করা হয়েছে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার পুলিশের দাবি, শুক্রবার রাতে হোসেনপুর বেলতলা মোড়ে একটি সোনার দোকানে ঢুকেছিলেন এক প্রৌঢ় ও তাঁর ছেলে। গয়না দেখতে চাইলে তাঁদের হাতে চারটি নাকছাবি ও এক জোড়া কানের দুল দেন স্বর্ণ ব্যবসায়ী। অভিযোগ, তাঁরা নিয়ে পালাবানোর চেষ্টা করেন। আটকে থানায় খবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ধৃতেরা ফেব্রুয়ারিতে ভারত ভ্রমণে এসেছেন।
দামোদরে মৃত্যু
}} স্নান করতে গিয়ে দামোদরে তলিয়ে মৃত্যু হল দুই যুবকের। শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডালের শ্রীরামপুর পঞ্চায়েতের কুটিরডাঙা সিংহপাড়া ঘাটের কাছে। মৃত রাজেশ প্রসাদ (২২) ও সোমনাথ সিংহ (২২) দুর্গাপুরের আমরাই সুকান্তপল্লির বাসিন্দা ছিলেন। এ দিন সকালে পাঁচ বন্ধু স্নান করতে এসেছিলেন। দুপুর ১২টা নাগাদ রাজেশ এবং সোমনাথ তলিয়ে যান। বাকি তিন বন্ধু এলাকাবাসীকে খবর দেন।