বলে হানা কেন, বিরোধীদের প্রশ্নে বিদ্ধ জয়শঙ্কর
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি, ১৭ মে: ‘অপারেশন সিঁদুর’ হওয়ার আগে কি মোদী সরকার পাকিস্তানকে জানিয়েছিল? পহেলগামের সন্ত্রাসবাদী হামলার জবাবে পাকিস্তানে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে ভারতের সামরিক বাহিনীর প্রত্যাঘাতের আগে কি পাকিস্তানের সরকারকে জানানো হয়েছিল? তার কি খেসারত দিতে হয়েছে?
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্যের সূত্র ধরে আজ মোদী সরকারকে এই প্রশ্নে নিশানা করলেন রাহুল গান্ধী।
বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘‘অপারেশন সিঁদুর শুরুর আগে আমরা পাকিস্তানে বার্তা পাঠিয়েছিলাম এই বলে যে আমরা সন্ত্রাসবাদী ঘাঁটিতে আঘাত করতে চলেছি। আমরা কোনও সামরিক ঘাঁটিতে আঘাত করছি না। ফলে পাকিস্তানের সামনে বিকল্প রয়েছে, তারা দূরে থেকে এর মধ্যে হস্তক্ষেপ না-ও করতে পারে। তাঁরা এই সুপরামর্শ শোনেনি।’’
আজ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রথম বার মুখ খুলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ তুলেছেন, সামরিক বাহিনীর হামলার আগে পাকিস্তানকে তা জানানোটা ‘অপরাধ’। রাহুলের প্রশ্ন, এক, কে এর অনুমতি দিয়েছিল? দুই, এর জেরে বায়ুসেনাকে কতগুলি যুদ্ধবিমান হারাতে হয়েছে?
পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাবে ‘অপারেশন সিঁদুর’-এ জইশ-লস্করের ঘাঁটিতে সামরিক বাহিনীর প্রত্যাঘাতের আগে যে মোদী সরকার পাকিস্তানে জানিয়েছিল, তা জয়শঙ্করের আগে সরকারের কেউ জানাননি। এই অভিযানে বায়ুসেনার যুদ্ধবিমান ভেঙে পড়ার জল্পনা নিয়ে ডিরেক্টর জেনারেল এয়ার অপারেশনস (ডিজিএও) এয়ার মার্শাল এ কে ভারতী বলেছিলেন, ক্ষয়ক্ষতি লড়াইয়ের অংশ। লড়াইয়ে লক্ষ্যপূরণ হয়েছে কি না, সেটাই আসল প্রশ্ন। সেই লক্ষ্য পূরণ হয়েছে। বায়ুসেনার যুদ্ধবিমান হারানো নিয়ে তিনি বলেছিলেন, লড়াইয়ের মধ্যে এ নিয়ে মন্তব্য করতে চান না। পরে অবশ্য প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতিতে জানিয়েছিল, ভারতের কোনও সমরাস্ত্রের ক্ষতি হয়নি।
রাহুল গান্ধীর নিশানার পরে কংগ্রেসের নেতারাও দল বেঁধে বিদেশমন্ত্রীকে নিশানা করেছেন। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেন, “বিদেশমন্ত্রী দারুণ তথ্য প্রকাশ করেছেন। এর পরে তিনি কী ভাবে নিজের পদে থাকতে পারেন? প্রধানমন্ত্রী এর আগে চিনকেও ছাড় দিয়েছিলেন। চিনের সেনা ভারতের জমি দখল করে থাকলেও প্রধানমন্ত্রী বলেছিলেন, কেউ ভারতের জমিতে ঢোকেনি। তাতে ভারতের চিনের সঙ্গে দর কষাকষিতেই সমস্যা হয়েছিল। এ বার বিদেশমন্ত্রী ভারতের সঙ্গে প্রতারণা করেছেন।”
বৃহস্পতিবারের জয়শঙ্করের মন্তব্য নিয়ে এত দিন ফেসবুক-এক্সের মতো সমাজমাধ্যমে প্রশ্ন উঠছিল। তাতে কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছিল, বিদেশমন্ত্রীকে ভুল ভাবে উদ্ধৃত করা হচ্ছে। আজ রাহুল গান্ধী সমাজমাধ্যমে জয়শঙ্করের বক্তব্যের ভিডিয়ো তুলে দিয়েছেন।
রাহুলের অভিযোগের পরে বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছিলেন যে আমরা পাকিস্তানকে সতর্ক করেছিলাম। সেটা অপারেশন সিঁদুর শুরুর পরে প্রথম ধাপে। তাকে ভুল ভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে অপারেশন সিঁদুর শুরুর আগে পাকিস্তানকে জানানো হয়েছিল। সত্যকে ভুল ভাবে তুলে ধরা হচ্ছে। সরকারি সূত্রের ব্যাখ্যা, অপারেশন সিঁদুর শুরুর সময় পাকিস্তানকে জানানো হয়েছিল, পাকিস্তানের সামরিক ঘাঁটিতে হানার পরিকল্পনা ভারতের নেই। ভারত শুধু সন্ত্রাসবাদী শিবিরেই হামলা করছে। কিন্তু সন্ত্রাসবাদী ঘাঁটিতে হামলার জবাবে পাক সেনা ভারতে হামলা করা শুরু করে। তার জবাবে ভারতকেও পাকিস্তানের সামরিক ঘাঁটিতে হামলা করতে হয়। তখন পাকিস্তানকে সতর্ক করা হয়নি।
এর আগে রাহুল গান্ধী ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলেছিলেন। তাঁর যুক্তি ছিল, যে ভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবার আগে সংঘর্ষবিরতি ঘোষণা করে দিয়েছেন, তা নিয়ে সংসদে আলোচনার প্রয়োজন।