চরবৃত্তির নালিশ, ধৃত ভ্রমণ ভ্লগার-সহ ছয়
হিসার, ১৭ মে: পাকিস্তানের জন্য গুপ্তচরবৃত্তি করার অভিযোগে হরিয়ানার এক ট্রাভেল (ভ্রমণ) ভ্লগার-সহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের এই নাগরিকেরা দেশের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য পাক গোয়েন্দাদের হাতে তুলে দিত বলে তদন্তকারীদের দাবি।
হরিয়ানার হিসারের বাসিন্দা, ৩৩ বছর বয়সি ভ্রমণ ভ্লগার জ্যোতি মলহোত্র পর্যটন নিয়ে ভিডিয়ো করত। ইউটিউবে তাঁর চ্যানেল ‘ট্রাভেল উইথ জ্যো’ যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। ইউটিউব ছাড়াও ইনস্টাগ্রামেও যথেষ্ট জনপ্রিয় ছিল জ্যোতি। এই ভ্রমণ ভ্লগার জ্যোতি মলহোত্র ওরফে জ্যোতি রানিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আজ হিসার থেকে গ্রেফতার করা হয়েছে। হরিয়ানা পুলিশ জানিয়েছে, জ্যোতি পাকিস্তানের আধিকারিকদের কাছে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য তুলে দিত। জ্যোতি নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশনের আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে যোগাযোগ রেখে চলত। পাকিস্তানে দু’বার সফরও করেছে সে।
পহেলগামে পর্যটকদের হত্যার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এই সময় স্পর্শকাতর তথ্য পাচার ও চরবৃত্তির অভিযোগে পাক হাইকমিশনের আধিকারিক রহিমকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে চলে যেতে নির্দেশ দেওয়া হয়। জ্যোতি পুলিশকে জানিয়েছে, ২০২৩ সালে নয়াদিল্লিতে পাক হাইকমিশনে ভিসার জন্য গিয়েছিল সে। তখন রহিমের সঙ্গে পরিচয় হয়। জ্যোতি আরও জানিয়েছে, সে দু’বার পাকিস্তান সফর করেছে। সেখানে রহিমের সহযোগী আলি আহওয়ানের সঙ্গে তার দেখা হয়। আলি তাকে পাকিস্তানে থাকা ও যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছিল।
পুলিশের দাবি, জ্যোতি স্বীকার করেছে যে পাকিস্তানে থাকার সময় সেখানকার গোয়েন্দা ও সামরিক আধিকারিকদের সঙ্গে তাকে দেখা করানোর ব্যবস্থা করেছিল আলি। ওই বৈঠকে শাকির ও রানা শাহবাজ় নামে ব্যক্তিদের সঙ্গে তার কথা হয়।
সন্দেহ এড়াতে শাকিরের মোবাইল নম্বরটি নিজের ফোনে ‘জাঠ রনধাওয়া’ নামে সেভ করে রাখে সে। তার পর ভারতে ফিরে এসে ওয়টস্যাপ, স্ন্যাপচ্যাট, টেলিগ্রামে নিয়মিত ওই ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখে চলে এবং ভারত-বিরোধী তথ্য পাচার করে। এ ছাড়া, পাক হাইকমিশনের আধিকারিক রহিমের সঙ্গে অনেকবার দেখা করেছে সে।
তদন্তকারীরা জানিয়েছেন, পাকিস্তানের চরদের কাছে তথ্য পাচার এবং সন্দেহজনক গতিবিধির জন্য জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তান সফরের ভিডিয়োগুলি ইউটিউবে পোস্ট করেছিল জ্যোতি। দাবি করেছিল, পাকিস্তানে থাকা হিন্দু ধর্মীয় স্থানগুলি দেখতে গিয়েছে সে।
জ্যোতি ছাড়াও চরবৃত্তির অভিযোগে যে আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে রয়েছে দেবেন্দ্র সিংহ ঢিল্লোঁ নামে এক ছাত্র। তদন্তকারীদের দাবি, ২৫ বছর বয়সি দেবেন্দ্র গত নভেম্বরে পাকিস্তানে গিয়েছিল। সেখানে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর আধিকারিকদের কাছে স্পর্শকাতর তথ্য পাচার করে সে। গত বুধবার চরবৃত্তির অভিযোগে ২৪ বছর বয়সি নৌমান ইলাহিকে গ্রেফতার করা হয়েছে। পেশায় সিকিয়োরিটি গার্ড নৌমান টাকার বিনিময়ে পাকিস্তানের জন্য চরবৃত্তি করত বলে অভিযোগ।
গত সপ্তাহেও চরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ। সংবাদ সংস্থা