রেটিং কমল আমেরিকার
ওয়াশিংটন, ১৭ মে: রিপাবলিকানদের মধ্যে কর ব্যবস্থাকে আঁটোসাঁটো করার কোনও ব্যাপার নেই। আর ডেমোক্র্যাটরা ক্ষমতায় ফিরলে বেড়েছে সরকারি খরচ। এই অবস্থায় আমেরিকা সরকারের ক্রেডিট রেটিং সেরা অবস্থান থেকে এক ধাপ নামাল আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা মুডি’জ় রেটিংস। ‘Aaa’ থেকে কমিয়ে তা ‘Aa1’ করল তারা। মুডি’জ়ের বক্তব্য, আমেরিকার ধারের বোঝা দিন দিন বাড়ছে। তাকে হাল্কা করার ব্যাপারে ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে সরকার। সে কারণেই এই পদক্ষেপ। এর আগে ২০১১ সালে এসঅ্যান্ডপি এবং ২০২৩ সালে ফিচ রেটিংস আমেরিকার রেটিং কমিয়েছিল।
কোনও দেশের সরকার কিংবা কোনও সংস্থাকে ধার দেওয়া কতটা নিরাপদ, তার মূল্যায়নকে বলা হয় ক্রেডিট রেটিং। যার রেটিং যত ভাল তার ঋণ পাওয়ার সম্ভাবনা তত বেশি। রেটিং ভাল হলে কম সুদে ঋণ মেলে। মুডি’জ়ের বক্তব্য, আমেরিকার রাজকোষ ঘাটতি আগামী দিনে আরও বাড়বে বলে মনে করছে তারা। ২০২৪ সালে তা জিডিপি-র ৬.৪% ছিল। ২০৩৫ সালে তা হতে পারে ৯%। মুডি’জ় অবশ্য বলেছে, এক ধাপ নামা সত্ত্বেও অর্থনীতির বিপুল বহর, শক্তি এবং ডলারের প্রভাবে আমেরিকার রেটিং এখনও যথেষ্ট শক্তিশালী।
সংবাদ সংস্থা