তোলা আদায়ের ‘চেষ্টা’, গ্রেফতার
}} কনস্টেবলের পোশাক চুরি করে পরে তোলাবাজির চেষ্টার অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল কসবা থানার পুলিশ। ধৃতের নাম নীরজ সিংহ। প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ার নীরজ আদতে হাওড়ার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে পুলিশের উর্দি চুরি করেন নীরজ। শুক্রবার সেই উর্দি পরে তিনি কসবা থানা এলাকায় গাড়ি থামিয়ে তোলা আদায়ের চেষ্টা করছিলেন বলে অভিযোগ। ১০০ ডায়ালে ফোন করে এই বিষয়ে অভিযোগ জানানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রথমে নীরজকে আটক করে। তখন তিনি মত্ত অবস্থায় ছিলেন। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
সদ্যোজাতের দেহ
}} এক সদ্যোজাতের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বড়তলা থানা এলাকায়। শুক্রবার দুপুরে বিডন স্ট্রিট এবং রাজা গুরুদাস রোডের সংযোগস্থল থেকে দেহটি উদ্ধার হয়। স্থানীয় পুরপ্রতিনিধি তারকনাথ চট্টোপাধ্যায় জানান, সেখানে স্যাটেলাইট হেলথ সেন্টার তৈরি হচ্ছে। সেই কাজের জন্য রাস্তা খুঁড়েছিলেন শ্রমিকেরা। এ দিন তাঁরা কাজ করার সময়ে সেই গর্তের মধ্যে সদ্যোজাতের দেহটি পড়ে থাকতে দেখেন।