বিবিধ
যোগেন চৌধুরী সেন্টার ফর দি আর্টস: গ্যালারি চিত্তপ্রসাদ। ৭টা (অন্য দিন ২-৮টা, রবিবার বাদে)। ‘ইমপ্রিন্ট’। বিভিন্ন শিল্পীর কাজ। ৩১ মে পর্যন্ত। কারু সেন্টার (ডাউনটাউন মল, নিউ টাউন): ৬টা। ‘শান্তিনিকেতনের নন্দনবোধ ও রবীন্দ্রনাথের গান’ প্রসঙ্গে প্রমিতা মল্লিক। পরে গানে শ্রেয়া গুহঠাকুরতা, দীপাঞ্জন পাল, সায়ন মিত্র প্রমুখ। মহাবোধি সোসাইটি: ৫-৩০। ‘বিপ্লবী অরবিন্দ ও ভগিনী নিবেদিতা’ প্রসঙ্গে ভাস্কর মুখোপাধ্যায়। আয়োজনে গৌরব মজুমদার ও শান্তিময় ঘোষ পাঠাগার। ফেডারেশন হল: ৬-৩০। ‘রামমোহন রায় ও তাঁর বিজ্ঞান মনস্কতা’ এবং ‘রবীন্দ্রনাথ ও তাঁর চিকিৎসা ভাবনা’ প্রসঙ্গে বলবেন শঙ্করকুমার নাথ।