সমুদ্রসৈকতে বেড়ানো বা গরমে পুল পার্টিতে এখন রিসর্টওয়্যার সবচেয়ে ট্রেন্ডিং। বেশ কয়েক বছর ধরেই পোশকশিল্পী রিমি নায়েক তাঁর সংগ্রহের একটা বড় অংশে রিসর্টওয়্যারকেই প্রাধান্য দিয়েছেন। তাঁর কথায়, “বেড়াতে গেলে এখন ছবি তোলা ও রিলস বানানোটা যেন তার অংশ হয়ে গিয়েছে। রিসর্টে অবসরেও মানুষ রিলস বানিয়ে চলেছে। ক্যামেরার সামনে দাঁড়াতে গেলে সেখানেও তো আকর্ষক পোশাক চাই। সেই জায়গা থেকেই রিসর্টওয়্যারের চাহিদা বাড়ছে।’’
রুচি, চাহিদা, যাপনশৈলী... যুগের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশন মানচিত্রে বদলে গিয়েছে অনেক কিছুই। বিশ শতকের ক্রুজ় কালেকশন নতুন রূপে জন্ম নিয়েছে রিসর্টওয়্যারে। পোশাকশিল্পীদ্বয় দেব আর নীল-এর দেব বলছেন, ‘‘আসলে ফ্যাশন দুনিয়া এমনই, নতুন ট্রেন্ডের হাত ধরেই ফিরে আসে পুরনো স্টাইল। রিসর্টওয়্যারের ভাবনা এসেছিল বিশ শতকের মাঝামাঝি সময়ে, তখন তার নাম দেওয়া হয়েছিল ‘ক্রুজ় কালেকশন’। তার পর থেকে বিভিন্ন ডিজ়াইনার নানা ভাবে সাজিয়ে তুলেছেন রিসর্টওয়্যারের সম্ভার। সেই পরিভাষা নতুন রূপ পেয়েছে ২০২৫-এর ট্রেন্ডে।’’
সামার রিসর্টওয়্যারের শর্ত ফ্যাশনেবল হওয়ার সঙ্গে আরামদায়কও হতে হবে। তাই কটন, লিনেন, সিল্কের মতো হালকা ফ্যাব্রিকের উপরেই জোর দেওয়া হয়। এই ধরনের পোশাক অ্যাসিমেট্রিক্যাল কাটের বা ঢিলেঢালা হবে, যার মধ্যে একটা ফুরফুরে মেজাজ ধরা পড়বে। রিসর্টওয়্যারের প্রিন্টেও সেই নির্ভার মেজাজ ধরা থাকে।
মোটিফে
প্রকৃতির রসদ
বেশির ভাগ ক্ষেত্রে প্রকৃতি থেকেই মোটিফ বেছে নেন পোশাকশিল্পীরা। এ বছর যেমন পোশাকশিল্পী রিমি ফুলের মোটিফ নিয়ে কাজ করেছেন। রিমির তৈরি ক্রেপের অ্যাসিমেট্রিক্যাল ড্রেপড ড্রেসে ধরা পড়েছে বুগেনভিলিয়ার মোটিফ। সঙ্গে অরগ্যানজ়া বেল্ট। গরমের দুপুরে পুল পার্টিতে স্বস্তি দেবে এটি। আবার জ়ারা-র ক্রপ টপ ও স্কার্টের মোটিফে উজ্জ্বল ফুল ও সবুজ লতাপাতার কাজ পোশাকটিকে আকর্ষক করে তুলেছে।
সেতুবন্ধন
দেব আর নীলের তৈরি কাফতান রিসর্টওয়্যারটি যেন পুরনো সংস্কৃতির সঙ্গে আধুনিকতার সেতু রচনা করেছে। নানা রঙের কাচের জানালা একটা সময়ে বাঙালির সংস্কৃতির পরিচায়ক ছিল। চিরকালীন সেই সৃষ্টিকেই কাফতানের মোটিফে ফুটিয়ে
তুলেছেন দেব আর নীল।
পোশাকশিল্পী সুমন নাথওয়ানির মতে, আরাম এবং স্টাইলের মধ্যে যোগসূত্র খুঁজে বার করা গুরুত্বপূর্ণ, কারণ ব্যাগি পোশাকেও ভারী দেখাতে পারে আর গরমও লাগে বেশি। হলুদ স্ট্রাইপড শর্টস, ক্রপ টপ ও জ্যাকেট যে কোনও রিসর্টওয়্যার হিসেবে দারুণ। সমুদ্র সৈকতেও এমন পোশাক ভাল লাগবে। আবার বেদিকা এম-এর শর্ট ড্রেসে রয়েছে বিমূর্ত জ্যামিতিক নকশা।
সাজসঙ্গী
তবে শুধু রিসর্টওয়্যার পরলেই হবে না। তার সঙ্গে অ্যাকসেসরিজ়ের ভূমিকাও গুরুত্বপূর্ণ। টুপি, রোদচশমা, ঘড়ি, বেল্টের মতো স্টেটমেন্ট পিসের সাহায্যে সাজ সম্পূর্ণ করতে পারেন। চোখে-ঠোঁটে থাকুক হালকা মেকআপ। আংটি এবং ব্রেসলেটের মতো ইউনিসেক্স স্টেটমেন্ট গয়না যোগ
করে নিজেকে আরও আকর্ষক করে তুলতে পারেন।
সৌন্দর্যের সঙ্গে পরিবেশ ও কমফর্টকে মিলিয়ে দেয় যে ফ্যাশন, রিসর্টওয়্যার তারই সহজপাঠ।
ঈপ্সিতা বসু
ছবি: সায়ন্তন দত্ত; মডেল: স্বাগতা দাস, শ্রীলগ্না বন্দ্যোপাধ্যায়; মেকআপ ও হেয়ার: সোহরাব আলি; স্টাইলিং: প্রিয়ঙ্কা পরিদা ও শ্রেষ্ঠা রায়; পোশাক: রিমি নায়েক, দেব আর নীল, বেদিকা এম, সুমন নাথওয়ানি, জ়ারা (সাউথ সিটি); গয়না: সুকান্ত আর্ট হাউস, করিশ্মাজ়; জুতো ও ব্যাগ: ইমেজ অ্যান্ড স্টাইল, গড়িয়াহাট; লোকেশন: দ্য ললিত গ্রেট ইস্টার্ন; ফুড পার্টনার: কলকাতা রাজবাড়ি, হাতিবাগান