নেটফ্লিক্সের আগামী
সম্প্রতি নেটফ্লিক্স তাঁদের আগামী ইংরেজি কনটেন্টের ঘোষণা করল। তার মধ্যে কিছু নতুন প্রজেক্ট আবার কিছু ওয়েব সিরিজ়ের নতুন সিজ়নের ঘোষণা রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘স্কুইড গেম’-এর ফাইনাল সিজ়ন, যেটি আসবে এ মাসের শেষে। ড্যানিয়েল ক্রেগের ‘নাইভস আউট’-এর আগামী পর্ব ‘ওয়েক আপ ডেড ম্যান : আ নাইভস আউট মিস্ট্রি’ আসতে চলেছে। এটি মুক্তি পাবে এ বছরের ডিসেম্বরে। অস্কার আইজ়্যাক অভিনীত ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’ ছবিটিও এ বারের অন্যতম চমক। এটি আসবে নভেম্বর মাস নাগাদ। ‘স্ট্রেঞ্জার থিংস’-এরও পঞ্চম সিজ়ন অর্থাৎ চূড়ান্ত পর্ব আসতে চলেছে। তবে এটি তিনটে ভাগে মুক্তি পাবে। নভেম্বর ও ডিসেম্বর মাসে ভাগাভাগি করে এপিসোডগুলি রিলিজ় করবে নেটফ্লিক্স। ভক্তদের মধ্যে উন্মাদনা বাড়ানোর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত। এই ঘোষণা অনুষ্ঠানে পারফর্ম করেন লেডি গাগা এবং ভারতীয় বংশোদ্ভূত র্যাপার হনুমানকাইন্ড।