বাড়লেও ভয়ের নয় কোভিড পরিস্থিতি
নিজস্ব সংবাদদাতা
ঝড়ের গতিতে না হলেও, বঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। রবিবার পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ২৮৭ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮২ জন। যা অন্য সব রাজ্যকে পিছনে ফেলছে।
সরকারি ভাবে করোনা আক্রান্তের পরিসংখ্যান অবশ্য জানাচ্ছে না রাজ্য স্বাস্থ্য দফতর। তবে সাত দিন অন্তর দেশের প্রতিটি রাজ্যের পরিসংখ্যান প্রকাশ করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। চিকিৎসকদের একাংশের মতে, প্রায় প্রতিটি রাজ্যেই করোনা সংক্রমণের খবর মিলছে। তাই জনস্বাস্থ্যের নিরিখে পরিসংখ্যান প্রকাশ জরুরি। শনিবার স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গিয়েছিল, রাজ্যে আক্রান্ত ২০৫ জন। সেটি এ দিন বেড়ে ২৮৭ হয়েছে। কেরল, দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটক-সহ অন্য রাজ্যকে পিছনে ফেলে ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিতের তালিকায় প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।
তবে গত ২৪ ঘণ্টায় কর্নাটক ও কেরলে এক জন করে করোনা আক্রান্তের মৃত্যু হলেও, এ রাজ্যে এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত মোট আক্রান্তের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জন ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ছ’জন। চিকিৎসকদের কথায়, “খুব বেশি হাসপাতালে ভর্তি হচ্ছে, তেমনটা একেবারেই নয়। অনিয়ন্ত্রিত কোমর্বিডিটিতে আক্রান্ত, বয়স্ক ও শিশুদের বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।” তবে সতর্কতা মেনে চলার পরামর্শ দিলেও করোনা নিয়ে এখনই উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়নি বলেই দাবি চিকিৎসকদের।
চিকিৎসকদের মতে, রাজ্যে করোনাভাইরাসের কোন উপপ্রজাতি সংক্রমণ ছড়াচ্ছে, তা চিহ্নিত করতে প্রয়োজন জিনোম সিকোয়েন্সিং। সেই বিষয়েও পদক্ষেপ করেছে স্বাস্থ্য দফতর। যে সমস্ত বেসরকারি ল্যাবরেটরিতে কোভিড-আরটিপিসিআর পরীক্ষা হচ্ছে, সেখানে গত দু’সপ্তাহে যতগুলি নমুনা পজ়িটিভ হয়েছে তার তথ্য এবং নমুনার একাংশ স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।