বাড়ি থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা
বাড়ি থেকে উদ্ধার হল প্রৌঢ় দম্পতির ঝুলন্ত দেহ। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ঘোলা থানার অধীন সোদপুর নাটাগড়ের মহেন্দ্রনগর শীতলাতলা এলাকায়। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতদের নাম শেখর সামন্ত (৬৫) এবং মণিকা সামন্ত (৬০)। স্থানীয় সূত্রের খবর, ঘটনার সময়ে বাড়িতে আর কেউ ছিলেন না। দেহ দু’টি ময়না তদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর নেপথ্যে মানসিক অবসাদ, অশান্তি বা কোনও রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পরিবার সূত্রের খবর, দম্পতির একমাত্র মেয়ে সায়ন্তী শনিবার সন্ধ্যা থেকে অনেক বার ফোন করেও বাবা-মায়ের সাড়া পাচ্ছিলেন না। তখন তিনি তাঁর খুড়তুতো ভাইকে বিষয়টি জানান। সেই যুবক ওই দম্পতির বাড়িতে গিয়ে দরজা ভেজানো অবস্থায় দেখেন। ডাকাডাকি করেও সাড়া মেলেনি। পরে জানলা দিয়ে দম্পতিকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। ঘটনার খবর পেয়ে অন্য আত্মীয়েরা চলে আসেন। পৌঁছয় ঘোলা থানার পুলিশও। রাতে বাড়িতে পৌঁছন দম্পতির মেয়ে।
স্থানীয় সূত্রের খবর, শেখর অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন। তাঁর এক আত্মীয় জানান, মণিকা খুবই অসুস্থ ছিলেন। অবস্থার উন্নতি হচ্ছিল না। তাই নিয়ে সম্ভবত অবসাদে ভুগছিলেন ওই দম্পতি। একটি
অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশ সূত্রের খবর, প্রাথমিক ভাবে আত্মহত্যার ইঙ্গিত মিলেছে। ময়না তদন্তের রিপোর্ট এলে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।