বন্দে ভারতে যাত্রীর মৃত্যু, অভিযুক্ত রেল কর্তৃপক্ষ
নিজস্ব সংবাদদাতা
সফর চলাকালীন আচমকা অসুস্থ হয়ে বুধবার দুপুরে মৃত্যু হল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের এক যাত্রীর। ঢাকুরিয়ার বাসিন্দা ওই যাত্রীর নাম হিমাদ্রি ভৌমিক (৫৭)। এই ঘটনায় যাত্রীদের একাংশ
আপৎকালীন পরিস্থিতিতে রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন।
যদিও পূর্ব উপকূল রেল কর্তৃপক্ষের দাবি, তাঁদের দিক থেকে সব রকম চেষ্টা করা হয়েছিল।
এ দিন হাওড়া থেকে নির্ধারিত সময়ের চেয়ে দেড় ঘণ্টা দেরিতে ছাড়ে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ২ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে দুপুর ১টা নাগাদ ট্রেনটি কটকে পৌঁছয়। ওই স্টেশন ছাড়ার কিছু ক্ষণের মধ্যেই ট্রেনের মধ্যে আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন সি-২ কামরার ওই যাত্রী। বিষয়টি ট্রেন ম্যানেজারকে সঙ্গে সঙ্গে জানানো হয়। দুর্ভাগ্যবশত, ট্রেনে যাত্রীদের মধ্যে কোনও চিকিৎসকের সন্ধান মেলেনি। রেল কর্তৃপক্ষ পরবর্তী স্টেশন ভুবনেশ্বরে ওই যাত্রীর জন্য অ্যাম্বুল্যান্স এবং চিকিৎসকের ব্যবস্থা করেন বলে দাবি।
তবে, উপস্থিত যাত্রীদের একাংশের দাবি, ওই স্টেশনে চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স দেরিতে এসে পৌঁছয়। দুপুর ১টা ৫ মিনিট নাগাদ কটক থেকে ছাড়ার ৩৫ মিনিটের মধ্যে
ট্রেনটি ১টা ৪০ মিনিট নাগাদ ভুবনেশ্বর স্টেশনে আসে। ওই স্টেশনে ট্রেনটি প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকে। তার মধ্যেই ওই যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়
বলে রেল সূত্রের খবর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন। ওই ট্রেনের যাত্রীরা রেলের বিরুদ্ধে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করতে গাফিলতির অভিযোগ জানিয়েছেন। পূর্ব উপকূল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এ কে মিশ্র দাবি করেন, তাঁদের দিক থেকে সম্ভাব্য সব চেষ্টা করা হয়েছে।